আওয়ামী লীগ দুর্নীতি করতে ক্ষমতায় আসেনি বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর কন্যা বেঁচে থাকতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হতে দেবো না।’ শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বাংলাদেশের এতটুকু স্বার্থ আমার জীবন থাকতে কারও হাতে তুলে দেবো না, এটাই ছিল আমার প্রতিজ্ঞা।’ তিনি বলেন, ‘আমার বাবা রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। আমি চারবারের প্রধানমন্ত্রী। আমাদের পরিবার দুর্নীতিই যদি করতো তাহলে দেশের মানুষকে কিছু দিতে পারতাম না। আমরা দেশের মানুষকে দিতে এসেছি।’
বর্তমান সরকারের মেয়াদে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এসেছিল। তাই চ্যালেঞ্জ দিয়েছিলাম নিজের অর্থায়নে পদ্মা সেতু করবো। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি। ধন্যবাদ আমাদের দেশের মানুষকে। তারাই আমাকে সাহস দিয়েছে শক্তি দিয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘কিছুদিন আগে একশটা সেতু, একশটা সড়কের উন্নতি আমরা করতে পেরেছি। এর আগে কেউ একসঙ্গে করতে পারেনি। আপনারাই বলেন, পেরেছে কোনো সরকার? কে পেরেছে, আওয়ামী লীগ সরকার। আমরাই পারি দেশের উন্নতি করতে, এটাই হচ্ছে বাস্তবতা।’
উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। শোক প্রস্তাব পাঠ করেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এরপর অভ্যর্থনা উপ-কমিটির আহ্ববায়ক শেখ ফজলুল করিম সেলিম বক্তব্য রাখেন।
সাধারণ সম্পাদকের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।
ঢাকা বিজনেস/এম