২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ইমরান গ্রেপ্তার: পাকিস্তানে ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক || ১০ মে, ২০২৩, ০৬:৩৫ এএম
ইমরান গ্রেপ্তার: পাকিস্তানে ইন্টারনেট বন্ধ


আদালত থেকে ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর  থেকেই তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এ পর্যন্ত ১ জন বিক্ষোভকারী নিহত এবং ১২ জন আহত হয়েছেন। দেশজুড়ে মোবাইল ইন্টারনেট, স্যোশাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডন ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

খবরে বলা হয়েছে, ইমরান খান গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর কর্মী-সমর্থকরা তীব্র বিক্ষোভ-আন্দোলন শুরু করেছেন। দেশজুড়ে ছড়িয়ে পড়ছে সহিংসতা। পাকিস্তানের বিভিন্ন নগরীতে নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকালে রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গন থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো-এনএবি।

দুই মামলার শুনানিতে হাজিরা দিতে এদিন হাইকোর্টে গিয়েছিলেন ইমরান। হাইকোর্ট প্রাঙ্গনে প্রবেশের সঙ্গে সঙ্গে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় এনএবি সদস্যরা তার গাড়ি ঘিরে ফেলে।

বর্তমানে ইমরান এনএবির হেফাজতে আছেন বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। বুধবার তাকে একটি দুর্নীতি দমন আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে জিও টিভি।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন