২১ ডিসেম্বর ২০২৪, শনিবার



৩ মে জেদ্দা পৌঁছাবে সুদানে আটকে পড়া বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক || ২৯ এপ্রিল, ২০২৩, ০৪:৩৪ পিএম
৩ মে জেদ্দা পৌঁছাবে সুদানে আটকে পড়া বাংলাদেশিরা


সৌদি আরবের জেদ্দা হয়ে সুদানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন জানান, আগামী ৩ মে বা ৪ মে এর মধ্যে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে। 

সেহেলি সাবরিন ঢাকায় বলেন, ‌‘বাংলাদেশি নাগরিকদের খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে জেদ্দায় নিয়ে যাওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইটে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হবে। খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে বাংলাদেশি নাগরিকদের খার্তুম ও পার্শ্ববর্তী শহরগুলো থেকে পোর্ট সুদানে নিয়ে যাওয়ার জন্য ৯টি বাসের ব্যবস্থা করেছে। তাদের সহায়তার জন্য জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের একটি দল সেখানে পৌঁছাবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আশা করা হচ্ছে যে সুদানে আটকে পড়া সব বাংলাদেশীকে ২ মে এর মধ্যে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে এবং তারা ৩ মে বা ৪ মে এর মধ্যে জেদ্দায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জেদ্দার দুটি বাংলাদেশি স্কুল সুদান থেকে আনা বাংলাদেশি নাগরিকদের জন্য খাবার, পানীয়, ওষুধ এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করছে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন