২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



টানা দাবদাহের পর ফরিদপুরে স্বস্তির বৃষ্টি

ঢাকা বিজনেস ডেস্ক || ২৭ এপ্রিল, ২০২৩, ১২:৩৪ পিএম
টানা দাবদাহের পর ফরিদপুরে স্বস্তির বৃষ্টি


কয়েকদিন ধরে চলতে থাকা টানা তাপদাহের অবসান ঘটিয়ে ফরিদপুর শহর জুড়ে নেমেছে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার  (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তীব্র গরমের মাঝে এই বৃষ্টি স্বস্তি তৈরি করেছে সবার মনে ।

এসময় রাস্তায় বৃষ্টিতে ভিজে সাধারণ মানুষদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। কয়েকদিন ধরেই আবহাওয়া অধিদপ্তর সারা দেশে বৃষ্টি পূর্বাভাস জানিয়ে আসছিল। অবশেষে বৃষ্টির দেখা পেয়ে আনন্দিত সবাই।   

আলফাডাঙ্গার বাসিন্দা আবু শেখ জানান, গত কয়েক দিনের গরমে দম যায় যায় অবস্থা। বৃষ্টিতে এবার কিছুটা স্বস্তি মিলেছে । গ্রীষ্মকালীন ফল ও মানুষের জন্য এ বৃষ্টি খুব দারকারি ছিল। 

বোয়ালমারী  উপজেলার বিপুল  বিশ্বাস   বলেন, টানা ১৪ দিন ধরে গরম, বৃষ্টি হয় না। শুধু শুনেই যাচ্ছিলাম বৃষ্টি হবে হবে কিন্তু হচ্ছিল না। আজ বৃষ্টি হওয়ায় ভালো লাগছে। এখন অনেক শান্তি লাগছে।

মধুখালি উপজেলায় স্থানীয় সাংবাদিক গৌতম বিশ্বাস বলেন, বেশ কিছুদিন ধরে তীব্র তাপ প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। ঘর থেকে বের হতে পারছিলাম না। এই বৃষ্টিতে শরীর ও মন ঠাণ্ডা হয়েছে। এখন মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি।

সনতচক্রবর্ত্তী/এমএ




আরো পড়ুন