২৬ জুন ২০২৪, বুধবার



প্রকাশ্যে ‘দাহাড়’ এর টিজার

বিনোদন ডেস্ক || ২৭ এপ্রিল, ২০২৩, ১১:০৪ এএম
প্রকাশ্যে ‘দাহাড়’ এর টিজার


বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দাবাং, রাওডি রাঠোর ও আকিরার মতো সিনেমায় দেখা গিয়েছে তাকে। এবার তাকে দেখা যাবে একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা। ‘দাহাড়’ শিরোনামের নতুন এই সিনেমার টিজার ইতোমধ্যে মুক্তি পেয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে টিজারটি শেয়ার করা হয়েছে। সিনেমার গল্প মূলত ২৭ জন মেয়ের নিখোঁজ হওয়া ও তারপর খুন হওয়ার মতো ভয়ঙ্কর কেস নিয়ে। এই কেসের তদন্তভার পড়ে সোনাক্ষীর ওপর। 

কোন চক্রে প্রাণ হারাতে হয় এই ২৭ জন নারীকে, সেই রহস্য কী খুঁজে বের করতে পারবেন সোনাক্ষী? সেই উত্তর পেতে হলে ‘দাহাড়’ মুক্তির জন্য অপেক্ষা করতে হবে।   

প্রসঙ্গত, এর আগে সঞ্জয় লীলা বানশালীর ওয়েব সিরিজ 'হীরামান্ডি'তে দেখা গিয়েছিল সোনাক্ষীকে। 

ঢাকা বিজনেস/এন/  



আরো পড়ুন