২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



ক্যাম্পাস
প্রিন্ট

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৯ মে

জাবি প্রতিনিধি || ২৪ মার্চ, ২০২৩, ০৬:৩৩ এএম
জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৯ মে


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৯ মে থেকে শুরু হবে। এছাড়া আগামী ১৬ জুন থেকে ভর্তি পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান এ বিষয়টি নিশ্চিত করেন।

আবু হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের নেতৃত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় ভর্তি পরীক্ষার আবেদন ও ভর্তি পরীক্ষা গ্রহণের সময়সীমা নিয়ে আলোচনা হয়েছে। আগামী ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা ও ১৬ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০২২ সালের মতো এবারও ভর্তি পরীক্ষার আবেদন ফি অপরিবর্তিত থাকবে। তবে এবার ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) আলাদা ইউনিট এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সঙ্গে চারুকলা বিভাগের আলাদা ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে এ বছর পাঁচ ইউনিটের জায়গায় সাতটি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে।’

উজ্জল/এম



আরো পড়ুন