২৬ জুন ২০২৪, বুধবার



৬ দিন বন্ধ থাকার পর হিলিবন্দর চালু

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || ২৫ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম
৬ দিন বন্ধ থাকার পর হিলিবন্দর চালু


ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর ফের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১২টায় ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করে। 

বিষয়টি ঢাকা বিজনেসকে নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন চলন্ত। 

তিনি বলেন, ‌‌‘ঈদুল ফিতর উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিন এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। আজ থেকে আবারও যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতে চাঞ্চল্যতা ফিরে এসেছে বন্দর শ্রমিকদের মাঝে।’ 

এদিকে, হিলি ইমিগ্রেশন ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ‘হিলি বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’ 

বুলু/এইচ



আরো পড়ুন