০৫ এপ্রিল ২০২৫, শনিবার



তথ্যমন্ত্রী
প্রিন্ট

এবারের ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম সংবাদদাতা || ২২ এপ্রিল, ২০২৩, ০৯:৩৪ এএম
এবারের ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে: তথ্যমন্ত্রী


এবারের ঈদযাত্রা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে।’শনিবার (২২ এপ্রিল) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের বাড়িতে ঈদুল ফিতরের নামাজ শেষে তিনি এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘রমজান মাসে সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়াতে পারেননি।’ তিনি বলেন, ‘ঈদ উপলক্ষেও ব্যবসায়ীরা বিভিন্ন জিনিসের দাম বাড়ানোর যে অপচেষ্টা চালান সেটাও সম্ভব হয়নি।’ 

ড. হাছান বলেন, ‘আমরা সবাই মিলে যেন দেশের স্বার্থকে সবার উর্ধ্বে তুলে ধরতে পারি, সে চেষ্টা করতে হবে। পৃথিবীর যেসব দেশে মুসলমান সম্প্রদায় নির্যাতিত হচ্ছে, তাদের যেন মুক্তি মেলে, সে প্রার্থনা করি। সবার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আজ শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বনির্ভর হয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তাই কোনো অপশক্তি দেশের উন্নয়ন, অগ্রগতিতে বাধা দিতে পারবে না।’

ঢাকা বিজনেস/শাহাদাত/এনই



আরো পড়ুন