২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



প্রথম জয়ের খোঁজে ফিল্ডিংয়ে মুস্তাফিজের দিল্লি

ঢাকা বিজনেস ডেস্ক || ১৫ এপ্রিল, ২০২৩, ১০:৩৪ এএম
প্রথম জয়ের খোঁজে ফিল্ডিংয়ে মুস্তাফিজের দিল্লি


আইপিএলে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি মুস্তফিজের দিল্লি ক্যাপিটালস। প্রথম জয়ের খোঁজে তাই পঞ্চম ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার। 

শনিবার (১৫ এপ্রিল) ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।  এই ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান।

এবারের আইপিএলে দিল্লিকে ভোগাচ্ছে তাদের ব্যাটিং ব্যর্থতা। মারাত্মক সড়ক দুর্ঘটনায় আগেই ছিটকে গেছেন দলটির অন্যতম সেরা ব্যাটার ঋশভ পন্থ। অধিনায়ক ডেভিড ওয়ার্নার নিজে ভালো খেললেও দলকে জেতাতে পারছেন না। এতে চাপ বাড়ছে প্রতি ম্যাচেই। বিদেশি ব্যাটারদের মধ্যে রাইলি রুশো, রোভমান পাওয়েলরা ছন্দে নেই কেউই। এক ম্যাচ সুযোগ পেয়েও নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন মুস্তাফিজুর রহমান।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন