২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



৩২৮ রানে পরাজয়, বাংলাদেশের বিবর্ণ পারফরমেন্স

ঢাকা বিজনেস স্পোর্টস ডেস্ক || ২৫ মার্চ, ২০২৪, ০৮:৩৩ এএম
৩২৮ রানে পরাজয়, বাংলাদেশের বিবর্ণ পারফরমেন্স


সিলেটের প্রথশ টেস্টে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানের ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ। বোলিংয়ে কোনোরকম পাস মার্ক পেলেও বাংলাদেশের ব্যাটিং ছিল যাচ্ছে-তাই। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় ব্যবধানে হারতে হলো টাইগারদের। এর ফলে দুই টেস্টের সিরিজে ১-০ তে পিছিয়ে গেলো বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে খেলবেন অল রাউন্ডার সাকিব আল হাসান। 

টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ২৮০ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। প্রত্যাশা ছিল বড় রানের লিড নেবে টাইগাররা। অথচ মাত্র ১৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে তারা ৪১৮ রান। ৫১১ রানের টার্গেটে উচিত ছিল ধীরে-সুস্থে ব্যাট করা, হাতে সময় ছিল ২ দিনের বেশি। কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল থামানো যায়নি। দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে যায় ১৮২ রানে। মেনে নিতে হয় বিশাল পরাজয়। প্রথম ইনিংসে ভালো বল করলেও দ্বিতীয় ইনিংসে বোলাররাও ব্যর্থ। 

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। তিনি প্রথম ইনিংসে করেছেন ১০২ রান, দ্বিতীয় ইনিংসে ১০৮ রান। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ছিল দুটি সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসেও তাই। 

বাংলাদেশের টপ অর্ডার, মিডল অর্ডার, লোয়ার অর্ডার; সব জায়গা একসঙ্গে কলাপস করেছিল । দুটো ইনিংসে বলার মতো রান পাননি কেউই। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় টেস্টে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশ শিবিরে। বিশেষ করে লিটন দাস, জয়, মমিনুলের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না বাংলাদেশ দল। 

নিজের দেশে বাংলাদেশের এ রকম বিবর্ণ পারফরমেন্সে হতাশ টাইগারভক্তরা। টাইগারদের টেস্ট সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সংগ্রহ শূন্য পয়েন্ট। অন্যদিকে শ্রীলঙ্কা পেলো ১২ পয়েন্ট। 



আরো পড়ুন