০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



ক্যাম্পাস
প্রিন্ট

জাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

জাবি প্রতিনিধি || ০৪ এপ্রিল, ২০২৩, ০৪:৩৪ পিএম
জাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিয়াম মো. আরাফাত নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ‌‘বি’ ব্লকের ১১৫ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন তার সহপাঠীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

শিক্ষার্থীরা জানান, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সিয়াম মো. আরাফাত আত্মহত্যা করেছেন। সিয়াম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তবে, তিনি ৪৭তম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) সঙ্গে পড়ালেখা চালিয়ে যাচ্ছিলেন। তার গ্রামের বাড়ি নীলফামারি জেলার ডোমার উপজেলায়।

সিয়ামের সহপাঠীরা জানান, সিয়ামের কক্ষের সামনে গিয়ে কয়েকবার ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তখন জানালার গ্লাসের উপরের কাগজ সরালে ভেতরে সিয়ামকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তখন দরজা ভেঙে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা. বীরেন্দ্র কুমার বিশ্বাস বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে সিয়ামকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসা হয়। তখন আমরা পরীক্ষা করে দেখি, সে আগেই মারা গেছে। যখন তার লাশ পাই, তখন তার গলার মধ্যে রশি গেঁথে ছিল। ফাঁস লেগেই তার মৃত্যু হয়েছে।’

এদিকে সিয়ামের আত্মহত্যার কোনো সঠিক কারণ জানা যায়নি। তবে তার টেবিলে সদগুরু নামের ভারতীয় এক আধ্যাত্মিক গুরুর বইয়ের সন্ধান পাওয়া গেছে। বইটির নাম ‘ডেথ: অ্যা বুক ফর অল দোজ হু শ্যাল ডাই’।

এর আগে, গতকাল সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে সিয়াম মো. আরাফাত ফেসবুকে ‘অন্তিম যাত্রার পথে’ শীর্ষক একটি দীর্ঘ পোস্ট দেন। নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

ফেসবুক স্ট্যাটাসে সিয়াম মো. আরাফাত উল্লেখ করেন, ‘আজ আমি আমার সকল প্রশ্নের উত্তর পেয়েছি। এটি একটি স্বর্গীয় মুহূর্ত। বহুদিন থেকে আমি মেডিটেশন করি। আজকেও অন্য দিনের মতো মেডিটেশনে থাকার সময় কেঁপে উঠি। এ অবস্থায় আমি আমার প্রশ্নের উত্তর পাই। আমাদের দেহ মূলত সীমাবদ্ধ কিন্তু আত্মা অসীম। আর আত্মা হচ্ছে শক্তি। মৃত্যুতে আত্মার কিছু হয় না। জীবনের উদ্দেশ্য বুঝতে হলে আগে মৃত্যুকে বরণ করে নিতে হয়। মৃত্যুকে ভয় পাওয়া উচিত নয়। আমি এখন জীবনের স্বাদ আস্বাদন করার জন্য প্রস্তুত। আমি জানি পৃথিবীর সকলেই আমার বিরোধিতা করবে।’ এছাড়া তিনি এর সঙ্গে গসপেল অব জনের মৃত্যু সম্পর্কিত একটি অংশ যুক্ত করে দিয়েছিলেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমরা সিয়ামের পরিবারের সঙ্গে কথা বলেছি। নীলফামারি থেকে তার অভিভাবকেরা রওনা দিয়েছেন। পাশাপাশি ঢাকা থেকে তার পরিবারের সদস্যরা আসছেন। তারা আসলে লাশ ও ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার কক্ষটি আপাতত সিলগালা করা আছে।’

উজ্জল/এইচ



আরো পড়ুন