২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ফের ট্রলের শিকার শুভশ্রী

বিনোদন ডেস্ক || ০২ এপ্রিল, ২০২৩, ০৮:৩৪ এএম
ফের ট্রলের শিকার শুভশ্রী


কলকাতার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। অভিনয়জীবন নিয়ে হোক বা ব্যক্তিজীবন, শিরোনামে তার দেখা মেলে প্রায়শই। ক্যারিয়ারের শুরুতে শুভশ্রী ছিলেন শ্যামবরণ। গায়ের রঙ নিয়ে কথাও শুনেছেন অনেক। তবে এখন তার গায়ের রঙ সাদা। এমনকি চেহারায় এসেছে অনেক পরিবর্তন।  

এই নিয়ে চলছে গুঞ্জন। শুভশ্রীও নাকি ছুরি-কাঁচির সাহায্য নিয়েছেন। যদিও এই কথা কখনোই শিকার করেন নি তিনি। অনুরাগীরা নিশ্চিত যে, শুভশ্রীর নতুন রূপের রহস্য সার্জারি। সে জন্য তাকে বারবার ট্রলের মুখে পড়তে হয়।

সেই ধারাবাহিকতায় ফের ট্রলের মুখে পড়লেন শুভশ্রী। সামাজিক মাধ্যমে নিয়মিত রিল ভিডিও প্রকাশ করেন তিনি। সম্প্রতি একটি ভিডিওতে তিনি দেখিয়েছেন যে, প্রিয় বন্ধু ফোন না ধরলে ঠিক কী করা উচিত! তাতে অভিনয় করেছিলেন নায়িকা নিজেই।

সংক্ষিপ্ত সেই ভিডিও অনুরাগীরা পছন্দ করে। কমেন্ট বক্সেই মেলে তার প্রমাণ। ভিডিওতে শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের একটি স্যাটিনের শার্ট। ঠোঁটে লিপস্টিক।

তবে মেকআপ ছাড়াই ক্যামেরার সামনে আসেন তিনি। এতেই নেটিজেনদের একাংশ তার মেকআপহীন চেহারা নিয়ে কটাক্ষ শুরু করেন। তবে মেকআপ ছাড়া জনসমক্ষে আসায় অনুরাগীদের প্রশংসাও কুড়িয়েছেন শুভশ্রী। অনেকেই তার প্রশংসা করেছেন। ট্রোল-কটাক্ষ নিয়ে যদিও ভাবিত নন তিনি। আগে এসব খারাপ লাগলেও, এখন আর খারাপ লাগে না তার।

সম্প্রতি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন শুভশ্রী। সে জন্য দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি তিনি।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন