০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



ক্যাম্পাস
প্রিন্ট

রাবিতে ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন ৪ লাখ

রাবি প্রতিনিধি || ২৮ মার্চ, ২০২৩, ০৪:৩৩ পিএম
রাবিতে ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন ৪ লাখ


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন জমা পড়েছে মোট ৪ লাখ এক হাজার ৪১৪টি। মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে গত ১৫ মার্চ দুপুর ১২টা থেকে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় গতকাল সোমবার (২৭ মার্চ) রাত ১২টায়।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‌‘চলতি বছর তিনটি ইউনিটে সর্বমোট ৪ লাখ ১ হাজার ৪১৪টি আবেদন জমা পড়েছে। ‘এ’ ইউনিটে (মানবিক) আবদেন জমা পড়েছে ১ লাখ ৪৮ হাজার ৬১০টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ৯৮ হাজার ৬৪৪টি এবং ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৫৪ হাজার ১৬০টি। মোট আবেদনকারী ২ লাখ ১৯ হাজার ২৭৩ জন।’

তিনি বলেন, ‘গতকাল রাতেই প্রাথমিক আবেদন শেষ হয়েছে। আবেদনকারীদের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যাচাই-বাছাইয়ের জন্য চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচন করা হবে৷ তাদের চূড়ান্ত আবেদন শুরু হবে আগামী ৯ এপ্রিল দুপুর ১২টায়। চলবে আগামী ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।’

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৯ মে৷ চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এ (মানবিক), বি (বাণিজ্য) এবং সি (বিজ্ঞান) এই তিন ইউনিটে মোট ১২ শিফটে পরীক্ষা হবে৷ প্রতি ইউনিটে ৭২ হাজার করে মোট দুই লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করবে৷ ১০০ নম্বরের এক ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৮০টি। ৪টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে।

জাইমা/এম



আরো পড়ুন