১৯ মে ২০২৪, রবিবার



যে কারণে দুর্ভোগে পড়েন হিলি রেলস্টেশনে যাত্রীরা

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ০৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:০২ পিএম
যে কারণে দুর্ভোগে পড়েন হিলি রেলস্টেশনে যাত্রীরা


দিনাজপুরের হিলি স্থলবন্দর। এই স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন রুটের ২৪টি ট্রেন চলাচল করে। কিন্তু থামে না ঢাকাগামীসহ অনেক ট্রেন। যাত্রীদের বসার জন্য নেই যাত্রীছাউনি। যাত্রীরা বলছেন, রোদে দাঁড়িয়ে ও বৃষ্টিতে ভিজে ট্রেন ধরতে হয় তাদের। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। বুধবার (৭ ফেব্রুয়ারি) হিলি স্টেশন মাস্টার ও অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে । 

হিলির স্থানীয় বাসিন্দা বয়োবৃদ্ধ আব্দুল ওয়াহেদ বলেন, ‘একসময় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন ছিল  হিলি। এই স্টেশনকে ঘিরেই ব্রিটিশ আমল থেকে এখানে নির্মাণ করা হয় দুটি রেলওয়ের ইঞ্জিনিয়ারিং অফিস ও পুলিশ ফাঁড়ি। যা এখনো আছে। কিন্তু বর্তমানে এই স্টেশনের ওপর দিয়ে ২৪ টি ট্রেন চলাচল করলেও থামে মাত্র ৩টি। তাও আবার একমুখী। তাই আমদের পার্শ্ববর্তী বিরামপুর বা পাঁচবিবি রেলস্টেশনে গিয়ে ট্রেন ধরতে হয়। এতে পড়তে হয় চরম বিড়ম্বনায়।’ 

যাত্রী মোছা. রাবেয়া বেগম বলেন, ‘হিলি স্টেশনটিতে নেই কোনো যাত্রীছাউনি।  আমাদের রোদের সময় রোদে দাঁড়িয়ে আর বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে ভিজে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। রাবেয়া বেগম, হিলি রেলস্টেশনে অবিলম্বে যাত্রীছাউনি তৈরি করতে হবে।’

হিলি রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবু সাঈদ ঢাকা বিজনেসকে বলেন, ‘হিলি রেলস্টেশনের ওপর দিয়ে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী থেকে চিলাহাটিগামী তীতুমীর এক্সপ্রেস, চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস চলে। আরও চলে পঞ্চগড় থেকে ঢাকাগামী বাংলাবান্ধা এক্সপ্রেস, পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস। এই স্টেশনের ওপর দিয়ে চলে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস, চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস, পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস, চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ও চিলাহাটি থেকে খুলনাগামী রাকেট নামের একটি মেইল ট্রেনও।’

আবু সাঈদ আরও বলেন, ‘এই রেলস্টেশনের ওপর দিয়ে ১২ জোড়া ট্রেন চলাচল করলে থামে মাত্র ৩টি ট্রেন । তাও আবার একমুখী। চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ এক্সপ্রেস, রাজশাহী থেকে চিলাহাটিগামী তীতুমীর এক্সপ্রেস আর চিলাহাটি থেকে খুলনাগামী মেইল ট্রেন থামে। অন্যসব ট্রেন এই রেলস্টেশনের থামে না।  ঢাকাগামী একটি ট্রেন দাঁড়ানোর জন্য এলাকাবাসী আন্দোলন করে আসছে। হয়তো কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।’ 



আরো পড়ুন