২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



অশ্রুসিক্ত ছবি দিয়ে যা লিখলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক || ২২ মার্চ, ২০২৩, ০৬:৩৩ এএম
অশ্রুসিক্ত ছবি দিয়ে যা লিখলেন অভিনেত্রী


‘সীতা রামম’ ছবিতে অনবদ্য অভিনয় দিয়েই মূলত দর্শকমনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ‘জার্সি’, ‘সেলফি’-র মতো একাধিক ছবিতে দেখা গিয়েছে তাকে। সামাজিকমাধ্যমেও বেশ জনপ্রিয় ম্রুণাল। অনুরাগী ও অনুসরণকারীর সংখ্যা বাড়ছে। নানা ছবি আর পোস্ট নিয়ে হাজির হন ভক্তদের মাঝে।  

তবে ম্রুণালের সর্বশেষ পোস্ট উদ্বিগ্ন করেছে ভক্তদের। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন ম্রুণাল। ছবিতে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। ছবির সঙ্গে লিখেছেন একটি দীর্ঘ বক্তব্য। 

ম্রুণাল লিখেছেন, 'গতকাল কঠিন ছিল। কিন্তু আজ আমি আরও শক্তিশালী, বুদ্ধিমান ও সুখী! প্রত্যেকের কাছেই নিজেদের গল্পের পৃষ্ঠা রয়েছে, যেগুলো তারা জোরে জোরে পড়ে না। কিন্তু আমি আমারটা জোরে পড়ার জন্য বেছে নিচ্ছি। কারণ হয়তো কারো এই অধ্যায়টা জানা প্রয়োজন। আমি বললে তার কাজে লাগতে পারে।' আরও লিখলেন, 'মাঝে মাঝে নিজের দুর্বলতা প্রকাশ করা ভালো। এতে যন্ত্রণা লাঘব হয়।'

মূহুর্তেই ভাইরাল হয় অভিনেত্রীর অশ্রুভেজা মুখের সেই ছবি। একের পর এক মন্তব্য করতে থাকেন অনুরাগীরা। শক্ত থাকার বার্তা দেন অনেকেই।

প্রসঙ্গত, আসন্ন ছবি ‘গুমরাহ’-এর প্রচারে ব্যস্ত ম্রুণাল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর। আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। এ ছাড়া ‘নানি ৩০’ নামের এক তেলেগু ছবিতেও শিগগিরই দেখা যাবে ম্রুণালকে।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন