২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



আগামী মাস থেকে রপ্তানি আয়ও কমবে: বিজিএমইএ সভাপতি

স্টাফ রিপোর্টার || ১৮ মার্চ, ২০২৩, ১১:৩৩ এএম
আগামী মাস থেকে রপ্তানি আয়ও কমবে: বিজিএমইএ সভাপতি


টাকার অঙ্কে বা মূল্যভিত্তিক রপ্তানি বাড়লেও পরিমাণের দিক (অর্ডারের) থেকে প্রবৃদ্ধি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।  তিনি বলেন, ‘আগের বছর তুলনায় পোশাক পণ্য রপ্তানি আয় কমেছে। আগামী মাস থেকে মূল্যভিত্তিক রপ্তানি আয়ও কমে যাবে।’

শনিবার(১৮ মার্চ) বিজিএমইএর সভা কক্ষে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ফারুক হাসান এসব কথা বলেন।

বিজিএমইএ সভাপতি  বলেন, ‘প্রধানত দুই কারণে রপ্তানি অর্ডার ক্রমাগত কমছে। প্রথমত, বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামালের মূল্য বেড়েছে। এ কারণে আমাদের উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। যার প্রভাব পোশাকের মূল্যের ওপর পড়েছে।’

দ্বিতীয়ত কারণ সম্পর্কে ফারুক হাসান, ‘সাম্প্রতিক বছরগুলোতে আমাদের শিল্পের মূল্য সংযোজিত পণ্যে উল্লেখযোগ্য বিনিয়োগ হয়েছে। আমাদের বেশ কিছু কারখানা অপেক্ষাকৃত উচ্চমূল্যে পণ্য রপ্তানি করছে। ফলে পোশাকের ইউনিট প্রাইস বেড়েছে। সুতরাং আমাদের যে হারে মূল্যভিত্তিক প্রবৃত্তি হয়েছে, সে অনুপাতে পরিমাণ ভিত্তিক প্রবৃদ্ধি হয়নি।’

ঢাকা বিজনেস/তারেক/এনই/


  



আরো পড়ুন