২৬ জুন ২০২৪, বুধবার



অর্থনীতি
প্রিন্ট

পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে সময় বাড়লো

ঢাকা বিজনেস রিপোর্ট || ১৯ ডিসেম্বর, ২০২২, ১০:৪২ পিএম
পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে সময় বাড়লো


পুঁজিবাজারে ব্যাংকের সীমার অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের মেয়াদ আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ক এক সার্কুলারে এ সময় নির্ধারণ করে দেয়।

এতে বলা হয়েছে, গত ৩১ আগস্ট পর্যন্ত পুঁজিবাজারে যেসব ব্যাংকের বিনিয়োগ বা এক্সপোজারের সীমা রয়েছে, সেগুলোকে নির্ধারিত সীমায় নামিয়ে আনতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পুঁজিবাজারে একটি ব্যাংক কতটুকু বিনিয়োগ করতে পারবে তা ওই ব্যাংকের বিভিন্ন আর্থিক সূচকের উপর ভিত্তি করে নির্ধারণের একটি নীতি আগেই ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের এ সীমা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়। এ নিয়ে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব্যাংক। ফলে প্রতিষ্ঠানগুলো আগামী ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে।

এর আগে, গত ৭ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জেহাদ উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানোর বিষয়টা পরিষ্কার করেছিল। এবার ব্যাংকগুলো এ নিয়ে সার্কুলার জারি করলো।

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন