২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএর নতুন নেতৃত্বে যারা

ক্রীড়া ডেস্ক || ১৬ মার্চ, ২০২৩, ০৫:৩৩ পিএম
ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএর নতুন নেতৃত্বে যারা


ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ২০২৩-২৪ সালের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি হয়েছেন এ টি এম সাইদুজ্জামান (কালের কণ্ঠ) ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আনিসুর রহমান (ডেইলি স্টার)। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিএসজেএ’র নিজস্ব কার্যালয়ে ১৯তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যেখানে ১৩টি পদের বিপরীতে অতিরিক্ত মনোনয়ন জমা না পড়ায় ভোট গ্রহণের আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়নি। সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই কমিটিতে সহ-সভাপতির ৩ পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ সাইদুর রহমান শামীম (চ্যানেল আই), রায়হান আল মুঘনি (গ্লোবাল স্পোর্টস ডট কম) ও বর্ষণ কবীর (এনটিভি)। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এস এম সুমন (বৈশাখী টেলিভিশন)। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিনহাজ উদ্দিন খান (ঢাকা ট্রিবিউন)।

নির্বাহী সদস্যের ৬টি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাজহার উদ্দিন অমি (ডেইলি স্টার), আহমেদ রাকিব (টি-স্পোর্টস), মানজুর মোরশেদ (যমুনা টিভি), জ্যোতির্ময় মণ্ডল (যুগান্তর), রবিউল ইসলাম (বাংলা ট্রিবিউন) ও ইয়াছিন হাসান (রাইজিংবিডি)।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসজেএ’র সাবেক সভাপতি মঞ্জুরুল হক। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিএসজেএ’র সিনিয়র সদস্য মোস্তাফিজুর রহমান মামুন ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন