২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ক্যাম্পাস
প্রিন্ট

রাবিতে কাল থেকে ক্লাস-পরীক্ষা চালু

রাবি প্রতিনিধি || ১৩ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম
রাবিতে কাল থেকে ক্লাস-পরীক্ষা চালু


দুই দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১৪ মার্চ) থেকে ক্লাস-পরীক্ষা চালু হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

তিনি বলেন, ‘স্থানীয় ও রাবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের কারণে গত শনিবার রাতে দুই দিনের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তাই কাল থেকে যথারীতি ক্লাস-পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম চলবে। এবং শিক্ষার্থীদের ৬ দাবির বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে।’  

প্রসঙ্গত, শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে বাসের সুপারভাইজারের সঙ্গে বাকবিতণ্ডা যের ধরে সংঘর্ষ শুরু হয়৷ এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের রাবি মেডিক্যালে ও রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন ছিল। 

সংঘর্ষকালীন অনিবার্য কারণবশত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা রোববার ও সোমবার বন্ধের ঘোষণা দিয়েছিলেন উপাচার্য। শনিবার রাতে ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ ঘোষণা দেন৷ এসময় ক্লাস-পরীক্ষা বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

এস/এম



আরো পড়ুন