জেতার দ্বারপ্রান্ত থেকে ফিরে এলো ফ্রান্স। তবুও ম্যাচের নায়ক এমবাপ্পে। তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারসহ ৪ গোল করেছেন। সঙ্গে নিয়েছেন হ্যাটট্রিক খেতাব।
বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে গোল্ডেন বুট জয় করে নিলেন ফ্রান্সের এই গতিমানব কিলিয়ান এমবাপ্পে। ৭ গোল করেও মেসি জিততে পারলেন না প্রেস্টিজিয়াস পুরস্কারটি।
মেসি এবং এমবাপ্পে দু’জনই বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিলেন ৫টি করে গোল নিয়ে। ম্যাচের ২৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। সে সঙ্গে নিজের গোলও বাড়িয়ে নেন ৬টিতে।
দ্বিতীয়ার্ধে এসে এক মিনিটেরও কম ব্যবধানে জোড়া গোল করে বসেন এমবাপে। একটি পেনাল্টি থেকে। অন্যটি করেন দুর্দান্ত এক প্লেসিং শটে।
সে সঙ্গে এমবাপ্পের গোল হয়ে যায় ৭টি। মেসির ৬টি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এই অর্ধে এসে লিওনেল মেসি এক দুর্দান্ত গোল করেন। সমান হয়ে যায় দু’জনের গোল।
এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় অংশে আবারও পেনাল্টি পেয়ে যায় ফ্রান্স। কিক নেন এমবাপ্পে। গোল। হ্যাটট্রিক। সে সঙ্গে তার গোল হয়ে যায় ৮টি। এদিকে, টাইব্রেকারেও আরেক গোল পান তিনি।
ঢাকা বিজনেস/এম