২৬ জুন ২০২৪, বুধবার



৯ বছর পর অ্যাশেজের দ্বিতীয় এলবাম

বিনোদন ডেস্ক || ১২ মার্চ, ২০২৩, ০৭:৩৩ পিএম
৯ বছর পর অ্যাশেজের দ্বিতীয় এলবাম


দীর্ঘ ৯ বছর পর মুক্তি পেয়েছে ব্যান্ডদল অ্যাশেজের দ্বিতীয় একক অ্যালবাম ‌‘অন্তঃসারশূন্য’। শুক্রবার (১০ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আয়োজনে অ্যালবামটি প্রকাশ করা হয়।

অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে একক কনসার্টের আয়োজন করে অ্যাশেজ। ভক্তদের জন্য ছিল নানা আকর্ষণীয় আয়োজন। দর্শক-শ্রোতারা শিল্পীদের সঙ্গে সরাসরি কথা বলা ও ছবি তোলার সুযোগ পান। কনসার্ট উপভোগের পাশাপাশি অ্যালবাম মুক্তি উপলক্ষে অ্যাশেজকে শুভেচ্ছা জানাতে সাধারণ দর্শকদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, সঙ্গীত শিল্পী ও অভিনয় জগতের জনপ্রিয় তারকারা।

অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মাইলসের হামিন আহমেদ, চিরকুটের শারমিন সুলতানা সুমী, অভিনেতা এফ এস নাঈম, অভিনেত্রী তাসনিয়া ফারিণ, নির্মাতা কাজল আরেফিন অমি প্রমুখ।

অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, 'অ্যাশেজের প্রত্যেকটা গানের আলাদা অর্থ আছে আলাদা অনুপ্রেরণা আছে। অ্যাশেজের প্রত্যেকটা সুরে তীব্র মাদকতা রয়েছে। তাই সবাইকে বলব- মাদক ছেড়ে ‘অ্যাশেজ’ ধরো।'

তিনি আরও বলেন, 'ভালোবাসায়, কষ্টে, দুঃখে, এগিয়ে যাওয়ার পথে, সবসময় অ্যাশেজ ভালো লাগে। ব্যান্ডটির বয়স এখন ১৫ বছর। আমি যখন তাদের গান শুনি, তখন আমিও ১৫ বছর বয়সে ফিরে যাই। কারণ ওই বয়সে প্রথম প্রেমে পড়েছিলাম। আমি চাই অ্যাশেজ আরও যুগ যুগ ধরে সবাইকে অনুপ্রেরণা, উৎসাহ দিয়ে যাক।'

২০০৬ সালে আত্মপ্রকাশ করে অ্যাশেজ। এরপর ২০১০ সালে প্রথম একক গান দিয়ে বাজিমাত করে ব্যান্ডটি। ২০১৪ সালের জুনে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম ‘ছারপোকা’। ব্যাপক জনপ্রিয়তাও পায়। একের পর এক স্টেজ পারফরমেন্স দিয়ে ভক্তদের মাতিয়ে রাখে ব্যান্ডটি। তবে, দ্বিতীয় অ্যালবামের জন্য ভক্তদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৯ বছর।

এ প্রসঙ্গে অ্যাশেজের ভোকালিস্ট জুনায়েদ ইভান বলেন, 'দ্বিতীয় অ্যালবামের জন্য আমরা একটু লম্বা সময় নিয়েছি। তবে তৃতীয় অ্যালবামটি আমরা অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করব।'

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন