২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ভিসতা ক্রিকেটে প্রথম হ্যাট্রিক: সেমিফাইনালে পুটিয়াজানি

টাঙ্গাইল প্রতিনিধি || ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:০২ পিএম
ভিসতা ক্রিকেটে প্রথম হ্যাট্রিক: সেমিফাইনালে পুটিয়াজানি


চতুর্থ দল হিসেবে ভিসতা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পুটিয়াজানি ফ্রেন্ডস ক্লাব। শেষ কোয়ার্টার ফাইনালে তারা করটিয়া ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে ৮ উইকেটে। এদিকে শেষ কোয়ার্টার ফাইনালে এসে টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক করলেন বিজয়ী দলের শাকিল। 

টাঙ্গাইলে চলছে ভিসতা ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩। পাথরাইল পল্লী উন্নয়ণ বীনাপাণি কিশোর সমিতি আয়োজিত ১৬ দলের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে পাথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ঢাকা বিজনেস।

শনিবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৩) অনুষ্ঠিত চতুর্থ কোয়ার্টার ফাইনালে বিজয়ী হয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলো পুটিয়াজানি। টস জিতে ফিল্ডিং নিয়েছিল পুটিয়াজানি ফ্রেন্ডস ক্লাব। প্রতিপক্ষ করটিয়া ক্রিকেট ক্লাব পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি। ১৮.৪ ওভারে মাত্র ১৩৩ রান তুলতেই অল আউট হয়ে যায় তারা। 

১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নামে পুটিয়াজানি। ১৪.২ ওভারে মাত্র দুই উইকেট খুইয়ে ১৩৭ রান করে তারা। জয় পায় ৮ উইকেটে। 

ভিসতা ক্রিকেটে প্রথমবারের মতো হ্যাট্রিক করেছেন পুটিয়াজানি ফ্রেন্ডস ক্লাবের বোলার শাকিল। ৩.৪ ওভারে ১১ রান খরচায় তিনি পেয়েছেন ৫ উইকেট। ম্যান অব দি ম্যাচের পুরষ্কারও উঠেছে শাকিলের হাতেই। 

খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন পল্লী উন্নয়ন বীনাপাণি কিশোর সমিতির সভাপতি রাজীব চন্দ এবং স্থানীয় ইউপি সদস্য ভজন কুমার বসাক।  

ঢাকা বিজনেস/এনই/ই/



আরো পড়ুন