২৮ জুন ২০২৪, শুক্রবার



ঢাকা-কলম্বো দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা বিজনেস ডেস্ক || ১২ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম
ঢাকা-কলম্বো দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর


বিনিয়োগ, কৃষি, মৎস্য, ওষুধ, সামুদ্রিক যোগাযোগ  ও উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রচুর সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১২ এপ্রিল) গণভবনের  প্রধানমন্ত্রীর সঙ্গে  শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনার অধ্যাপক সুদর্শন ডিএস সেনেভিরাইনের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে বিশেষ করে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, যা ঐতিহাসিক বন্ধন ও ব্যাপক অভিন্নতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।’তিনি বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ঐতিহাসিক বন্ধন রয়েছে যেখানে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।’

ইহসানুল করিম উল্লেখ করেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী ও  শ্রীলঙ্কার হাই কমিশনার উভয়েই সামুদ্রিক অর্থনীতির ওপর গুরুত্বারোপ করেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন কর্মসূচির ৯০ শতাংশ এখন দেশীয় সম্পদ থেকে অর্থায়ন করা হয়।’ তিনি উল্লেখ করেন, ‘কোভিড-১৯ মহামারীর কারণে সারাদেশে উন্নয়ন প্রক্রিয়া থেমে গিয়েছিল।’

শেখ হাসিনা বলেন, ‘কিন্তু বাংলাদেশ এই অবস্থা থেকে ফিরে আসার জন্য সংগ্রাম ও কঠোর পরিশ্রম করছে।’

বাংলাদেশে হাইকমিশনার সফলভাবে দায়িত্ব পালন সম্পন্ন করায় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান।

 বিদায়ী হাই কমিশনার জানান, বাংলাদেশে অবস্থানকালে তিনি এদেশের জনগণের সঙ্গে মিশে গিয়েছিলেন।

এ সময় আ্যাম্বাসেডর-এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন