২৬ জুন ২০২৪, বুধবার



২২৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার নারীর প্রথম প্রশ্ন ‌‘আজ কী বার’

আন্তর্জাতিক ডেস্ক || ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:৩২ পিএম
২২৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার নারীর প্রথম প্রশ্ন ‌‘আজ কী বার’


২২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই নারী আলোর মুখ দেখে প্রথম প্রশ্ন করেছেন, ‘আজ কী বার’। তুরস্কের ভূমিকম্পের এক সপ্তাহেরও বেশি সময় আটকে ছিলেন ওই ৭৭ বছর বয়সী বৃদ্ধা। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পের প্রায় ২২৮ ঘণ্টা পর ওই নারীকে ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় বের করা হয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন'র একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।  

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের দশ দিনের বেশি সময় পরও এখনো জীবিত মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, দুটি ভূমিকম্পের প্রথমটি স্থানীয় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭.৯ কিলোমিটার। দ্বিতীয়টি আঘাত হানে দুপুরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬।

ভূম্পিকম্পটি রাজধানী আঙ্কারা এবং তুরস্কের অন্যান্য শহরেও অনুভূত হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট অঞ্চলজুড়েই কম্পন অনুভূত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক হাজার ভবন ধসে পড়েছে এবং বহু মানুষ ভেতরে আটকা পড়েছেন।

এর আগে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী সুলেইমন সইলু বলেছেন, ১০টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হচ্ছে- গাজিয়ানতেপ, কাহরামানমারাস, হাতায়, ওসমানিয়ে, আদিয়ামান, মালাতিয়া, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির ও কিলিস। প্রতিবেশী দেশ সিরিয়া, লেবানন ও সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন