মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে নির্বাচন কমিশন (ইসি) চূডান্তভাবে রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব জাহাংগীর আলম। রোববার (১২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শেষে তিনি এই তথ্য জানান।
ইসি সচিব জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নামে দু’টি মনোনয়ন জমা দিয়েছে আওয়ামী লীগ। মনোনয়ন দু’টি আগামীকাল (সোমবার) যাচাই-বাছাই করা হবে।’ তিনি আরও বলেন, ‘দুটি মনোনয়নপত্রের একটির প্রস্তাবক নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যটির প্রস্তাবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।’
জাহাংগীর আলম বলেন, ‘সকাল ১১টায় একটি ও ১১টা ৫ মিনিটে অন্য একটি মনোনয়ন জমা পড়ে। সোমবার দুটি মনোনয়নপত্র বাছাই হবে। আর প্রত্যাহার শেষে রাষ্ট্রপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’
সংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আইন অনুযায়ী একই ব্যক্তির নামে সর্বোচ্চ তিনটি মনোনয়নপত্র জমা দেওয়া যেতে পারে।’
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে যায়। এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করেন।
গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। তফসিল অনুযায়ী রোববার (১২ ফেব্রুয়ারি) মনোনয়ন দাখিল, সোমবার বাছাই ও মঙ্গলবার প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। তবে, সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ট দলের প্রার্থী একজন হওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। সূত্র: বাসস