২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ভিসতা ক্রিকেটে জয় পেলো সন্তোষ ও পুটিয়াজানি

টাঙ্গাইল প্রতিনিধি || ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম
ভিসতা ক্রিকেটে জয় পেলো সন্তোষ ও পুটিয়াজানি


টাঙ্গাইলে চলছে ভিসতা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩। বীণাপানি কিশোর সমিতি আয়োজিত ১৬ দলের টুর্নামেন্টে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ছিল দুটি খেলা। তাতে জয় পেয়েছে সন্তোষ শফিক স্মৃতি একাদশ ও পুটিয়াজানি ক্লাব। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে অংশ নেয় বীণাপানি কিশোর সমিতি বনাম শফিক স্মৃতি একাদশ, সন্তোষ। টসে জিতে আগে ব্যাট করে বীণাপানি। নির্ধারিত ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৪১ রান। 

জবোবে ৪ উইকেট হারিয়ে ১৫ ওভার ১ বলে ১৪৭ রান তুলে সন্তোষের দলটি। ৬ উইকেটে পরাজয় বরণ করে আয়োজক বীণাপানি কিশোর সমিতি। 



ব্যাট হাতে ৭০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সন্তোষের হারাধন। 

বিকেলের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে উদয় ক্লাব বনাম পুটিয়াজানি ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করে উদয় ক্লাব। তাদের সংগ্রহ দাঁড়ায় আগের ম্যাচের প্রথম ইনিংসের সমান ১৪১ রান। তারা হারায় ৮ উইকেট। জবাবে ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পুটিয়াজানি ক্লাব। ৪ উইকেটে জয়লাভ করে তারা। 

৩ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পুটিয়াজানির আলাউদ্দিন। তার হাতে পুরস্কার তুলে দেন ভিসতা পরিচালক ও ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম। এই সময় তার সঙ্গে ছিলেন বীণাপানি কিশোর সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবু। 

প্রসঙ্গত, ভিসতা ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ঢাকা বিজনেসডটকম। 


ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন