০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



গুলশানে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

ঢাকা বিজনেস রিপোর্ট || ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:০২ পিএম
গুলশানে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট


রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে ১২ তলা আবাসিক ভবনের আগুন এখনো নেভেনি। ৩ ঘণ্টা যাবত জ্বলছে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের সদরদপ্তর।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের কারণে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণে উদ্ধার কাজ করতে বেগ পোহাতে হচ্ছে। ভবনের ভেতর থেকে এ পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আগে, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ৬টি ইউনিট পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন