২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



অর্থনীতি
প্রিন্ট

ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন

স্টাফ রিপোর্টার || ০৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম
ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ব্লক মার্কেটে মোট ৪৯টি কোম্পানির ৭০ লাখ ৩১ হাজার ৮৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬০ কোটি ৩৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের। কোম্পানিটি ১৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সোনালী পেপার ১৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া,  ব্লক মার্কেটে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১ কোটি ৪২ লাখ, বিডি ফিন্যান্সের ১ কোটি ৯৮ লাখ, বিকন ফার্মার ১ কোটি ২৯ লাখ, সী পার্ল বীচের ২ কোটি ৪৫ লাখ ও স্কয়ার ফার্মা ২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা বিজনেস/তারেক/ এনই/



আরো পড়ুন