২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



মুকিদুলের ৫ উইকেট শিকারের ম্যাচে কুমিল্লার জয়

ক্রীড়া ডেস্ক || ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:০২ পিএম
মুকিদুলের ৫ উইকেট শিকারের ম্যাচে কুমিল্লার জয়


মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। এদিন টসে জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লার অধিনায়ক ইমরুল। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন মুকিদুল ইসলাম মুগ্ধ এবং বাকি বোলাররা। এই ম্যাচে মুকিদুল একাই ৫ উইকেট নিয়েছেন। সাকিবের বরিশাল মাত্র ১২১ রানে আটকে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে কুমিল্লা। 

ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের দল। প্রথম তিন ম্যাচ হারের পর টানা ৮ জয় তুলে নিলো দলটি।

ব্যাট হাতে এদিন ভালো করতে পারেননি সাকিব। মাত্র ৬ রান করে আউট হয়ে যান বরিশালের অধিনায়ক। এক ম্যাচের জন্য পাকিস্তান থেকে আনা ইফতিখারও ৪ রানের বেশি করতে পারেননি। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। ৩২ রান করেন করিম জানাত।

এদিকে প্রথম ১৫ ওভার পর্যন্ত খেলার নিয়ন্ত্রণ ছিল বরিশালের হাতে। এই সময়ের মধ্যে ৭৪ রান তুলতেই ৫ উইকেট হারায় কুমিল্লা। তবে সেই চাপ কাটিয়ে খেলা নিজেদের নিয়ন্ত্রণে নেয় কুমিল্লার দুই বিদেশি ক্রিকেটার রাসেল এবং খুশদিল শাহ। তারা কুমিল্লার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন