০৯ মে ২০২৫, শুক্রবার



অর্থনীতি
প্রিন্ট

রেমিটেন্স ক্যাম্পেইনে ফ্রিজ, টিভিসহ উপহার পেলেন গ্রাহকরা

ঢাকা বিজনেস ডেস্ক || ০১ মে, ২০২৫, ০৫:০৫ পিএম
রেমিটেন্স ক্যাম্পেইনে ফ্রিজ, টিভিসহ উপহার পেলেন গ্রাহকরা


ব্যাংকিং চ্যানেলে আরো বেশি রেমিটেন্স আনতে যৌথ ক্যাম্পেইন শূরু করেছিল দেশের স্বনামধন্য তিন প্রতিষ্ঠান- সোনালী ব্যাংক পিএলসি, ভিসতা ইলেকট্রনিক্স এবং ওয়েষ্টার্ন ইউনিয়ন বাংলাদেশ। সেই ক্যাম্পইনে সর্বোচ্চ রেমিটেন্স আনায় এবং লটারির মধ্যেমে গ্রাহকরা পেলেন টিভি, ফ্রিজ, হোম অ্যাপ্লায়েন্স। 

গত বুধবার (২৮ এপ্রিল) মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, এমডি শওকত আলী খান, ডিএমডি সুভাস চন্দ্র দাসসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা এবং অন লাইনে যুক্ত ছিলেন সোনালী ব্যাংকের সকল শাখার ম্যানেজারগণ। ভিসতার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক উদয় হাকিম, নির্বাহী পরিচালক আশরাফ ইসলাম। ওয়েষ্টার্ন ইউনিয়ন এর পক্ষে উপস্থিত ছিলেন আঞ্চলিক ম্যানেজার শিহাব হাসান, মার্কেটিং ম্যানেজার তৌহিদুর রহমান প্রমূখ। 

সোনালী ব্যাংক এবং ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে বৈদিশিক মুদ্রা আনায় ভিসতা ইলেকট্রনিক্স এর সহায়তায় পুরষ্কৃত করা হয় গ্রাহকদের। পূর্ব ঘোষণা অনুযায়ী মার্চের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ রেমিটেন্স আনায় ৪৩ ইঞ্চি ভিসতা অ্যান্ড্রয়েড/গুগল টিভি জিতেছেন নওগাঁর নিায়তমপুর উপজেলার মান্দা শাখার গ্রাহক মো. শাহাদত হোসেইন। দ্বিতীয় প্রান্তিকে সর্বোচ্চ রেমিটেন্স আনায় অনুরূপ ভিসতা টিভি পেয়েছেন ঢাকার সাতমসজিদ রোড, মোহাম্মদপুর এর গ্রাহক রেজাউর রহমান। 

লটারিতে প্রথম প্রান্তিকের জন্য ২২৮ লিটারের ভিসতা রেফ্রিজারেটর জিতেছেন সোনালী ব্যাংকের আখাউড়া শাখার গ্রাহক ইয়াসমিন বেগম, দ্বিতীয় প্রান্তিকের জন্য অনুরূপ ভিসতা ফ্রিজ জিতেছেন ফরিদপুরের তালমা শাখার গ্রাহক সাবিনা বেগম। 

লটারিতে ভিসতা মিক্সার গ্রাইন্ডার জিতেছেন ব্রাহ্মনবাড়িয়া রসুল্লাবাদ শাখার গ্রাহক আলমগীর এবং বরিশাল টিটিডিসি শাখার গ্রাহক খসরু আলম। ভিসতা ব্র্যান্ডের রাইস কুকার জিতেছেন বরিশালের গৈলা শাখার গ্রাহক আব্দুল জলিল মিয়া এবং কিশোরগঞ্জের ইটনা শাখার গ্রাহক তাসলিমা বেগম। 

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, এই ক্যাম্পেইন এর ফলে ধীরে ধীরে ব্যাকিং চ্যানেলে তথা সোনালী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আসা বাড়বে। রেমিটেন্স যোদ্ধারা আমাদের অর্থনীতি বাঁচিয়ে রেখেছেন। যৌথ ক্যাম্পেইন এর মাধ্যমে সোনালী ব্যাংকের সঙ্গে ভিসতা এবং ওয়েষ্টার্ন ইউনিয়নও দেশ সেবার ভাগী হলেন। 

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান বলেন, সোনালী ব্যাংকের সবাই দেশ এবং দেশের জনগণের সেবায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে নিবেদতিপ্রাণ। এই যৌথ ক্যাম্পেইন তারই একটি উদাহরণ। 

উপব্যবস্থাপনা পরিচালক সুভাস চন্দ্র দাস বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংকিং নেটওয়ার্ক সোনালী ব্যাংক সবসময় দেশের মানুষের কল্যানে কাজ করছে। বিশেষ করে এই ক্যাম্পেইন রেমিটেন্স আহরণে একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। 

ভিসতা ইলেকট্রনিক্স লি. এর পরিচালক উদয় হাকিম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে রেমিটেন্স একটি সোনার খনি। একে আমাদের সযন্তে লালন পালন করতে হবে, কীভাবে আরো বেশি রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এনে দেশকে শক্ত অর্থনৈতিক ভীত দেয়া যায় সে বিষয়ে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে।     

ওয়েস্টার্ন ইউনিয়নের কর্মকর্তা তৌহিদুর রহমান অনুরোধ করেন, সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রাহকদের সঙ্গে আরো বেশি আন্তরিক হলে রেমিটেন্স প্রবাহ বাড়বে। তাতে এই ক্যাম্পেইন সফল হবে।  

উল্লেখ্য, প্রাথমিকভাবে বছরব্যাপী চলবে তিন প্রতিষ্ঠানের এই যৌথ ক্যাম্পেইন এবং প্রতিমাসে গ্রাহকরা পুরষ্কৃত হবেন। 




আরো পড়ুন