চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র আজীবন সম্মাননা পাচ্ছেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। আগামী ১৯ মে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যদিয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে জানিয়েছেন চ্যানেল আই কর্তৃপক্ষ।
আজীবন সম্মাননা প্রাপ্তির খবরে ফেরদৌস আরা জানান, এটি তার জন্য সম্মানজনক, একই সঙ্গে আগামী দিনের কাজের প্রেরণা।
শিল্পীর কথায়, ‘শুধু সংগীত নিয়ে আমাদের এখানে কোনো আয়োজন হয় না। রবীন্দ্র, নজরুল, শাস্ত্রীয়, আধুনিক, চলচ্চিত্রের গানসহ সংগীতের বিভিন্ন পুরস্কার দেওয়াটা চ্যানেল আই ২০ বছর ধরে রেখেছে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সংগীতের নানা শাখার মানুষদের সম্মানিত করার মধ্যদিয়ে সংগীতাঙ্গনের সবাইকে উদ্দীপ্ত ও উজ্জীবিত করে। যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে হয়, সেখানে এই ধরনের সম্মাননা এই অঙ্গন ও অঙ্গনের মানুষদের এগিয়ে যাওয়ার প্রেরণা। এবার সেই আয়োজনে আমাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে, এই সম্মাননা আমার কাজের গতি আরও বাড়াবে মনে করছি।’
চলতি বছর একুশে পদকও পেয়েছেন ফেরদৌস আরা। সেই প্রসঙ্গে নজরুলসংগীতের এই শিল্পী বলেন, ‘অনেকে বলেছেন, আমি দেরিতে একুশে পদক পেয়েছি; কিন্তু আমি বলতে চাই, আমার জন্য নির্ধারিত সময়ে তা এসেছে। তবে আমি বরাবরই শিল্পীদের জীবদ্দশায় এবং কর্মক্ষম থাকা অবস্থায় পুরস্কার প্রদানের পক্ষে। কারণ, পুরস্কার পাওয়ার পর শিল্পী যেন তার শিল্পকর্ম দিয়ে সমাজে আরও অবদান রাখতে পারেন। আর যাদের শেষ সময়, গাইতে পারছেন না বা মারা গেছেন, তাদের পুরস্কার দেওয়ার কোনো অর্থ হয় না। এতে হয়তো দায় এড়ানো হয়; কিন্তু শিল্পীকে ঠিকঠাক সম্মান জানানোটা হয় বলে আমার মনে হয় না।’
এদিকে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘যারা গান করেন কিংবা সংগীত জগৎ বা শিল্প-সাহিত্যের সঙ্গে থাকেন, তারা কেউই পুরস্কারের জন্য করেন না। তারা তা ভালো লাগা থেকে করেন। আমরা তাদের সম্মানিত করে আনন্দিত হই’।