১৪ মার্চ ২০২৫, শুক্রবার



খাদ্য গুদামের গমভর্তি ট্রাকে মিললো বালু ও পাথরের বস্তা

চুয়াডাঙ্গা সংবাদদাতা || ০৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:০২ পিএম
খাদ্য গুদামের গমভর্তি ট্রাকে মিললো বালু ও পাথরের বস্তা


চুয়াডাঙ্গা খাদ্য গুদামে খুলনা থেকে আসা গমভর্তি ট্রাকে মিলেছে ২৮ বস্তা বালু আর পাথর। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাক থেকে গম আনলোডের সময় এসব বালু ও পাথরের গুঁড়ার বস্তা পাওয়া যায়। এ ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

চুয়াডাঙ্গা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সরকারি বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গায় বরাদ্দকৃত ৩০০ টন গমের ১০০ টন গম ভোর রাতে এসে পৌঁছায়। এসব গমের বস্তা ট্রাক থেকে নামানোর একপর্যায়ে পাওয়া যায় বালুর বস্তা।

চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শহিদুল হক বলেন, ‘কোথা থেকে কীভাবে গমভর্তি ট্রাকে বালু এসেছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত শেষ হলে এবং গম ওজন করার পর আমরা জানতে পারবো কী পরিমাণ গম কম এসেছে। আমরা ধারণা করছি, গম সরিয়ে বালু ভর্তি করা হয়েছে ট্রাকের ওজন ঠিক রাখার জন্য। আমাদের কাছে আসা গম ওজন করার পর সবকিছু বোঝা যাবে।’ 

তিনি জানান, খুলনা থেকে আসার পথে গম চুরি হয়নি বলে দাবি করেছেন ট্রাক চালকরা। তবে, এ বিষয়ে তদন্ত করার জন্য আলমডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হামিদকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

মিজান/এম



আরো পড়ুন