১২ মার্চ ২০২৫, বুধবার



বিপিএলে বিদেশিদের পারিশ্রমিকের দায়িত্ব আগামীতে বিসিবির

ঢাকা বিজনেস ডেস্ক || ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০২ পিএম
বিপিএলে বিদেশিদের পারিশ্রমিকের দায়িত্ব আগামীতে বিসিবির


বিপিএলের ২০২৫ সালের আসর শেষ হয়েছে। চট্টগ্রাম কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। এবারের টুর্নামেন্টে ভালো রান হয়েছে। যে কারণে গ্যালারিতে ছিল উপচে পড়া ভীড়। তবে কিছু বিতর্কিত বিষয়ও ছিল। যেমন দুটি ফ্র্যাঞ্চাইজি দেশি ও বিদেশি ক্রিকেটারদের ঠিক মতো পারিশ্রমিক দেয়নি।

দলের খেলা শেষ হওয়ার পর ক্রিকেটারদের দেশে ফেরার যথাযথ ব্যবস্থা করা হয়নি। এছাড়া ক্রিকেটারদের নিয়ে অনাকাঙ্খিত মন্তব্যও দেখা গেছে। বিষয়টি নিয়ে বিসিবি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে বিপিএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক, ম্যাচ ফি, হোটেল ব্যবস্থাপনা ও টুর্নামেন্ট শেষে দেশে ফেরার ব্যবস্থা বিসিবি করবে।

বিসিবি এক বার্তায়  জানিয়েছে, বিসিবি বিপিএলে অংশ নেওয়া বিদেশিদের ব্যবস্থাপনা নিজেরাই করবে। বিপিএল ড্রাফটে থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে বিসিবি নিজেরাই যোগাযোগ করবে। তাদের ম্যাচ ফি’র নিশ্চয়তা দেবে এবং সময় মতো পারিশ্রমিক পরিশোধের বিষয়টি নিজেরাই দায়িত্ব নিয়ে প্রদাণ করবে।

বিসিবি বিদেশি ক্রিকেটারদের থাকা-খাওয়ার বিষয়টি নিজেরাই দেখভাল করবে। টুর্নামেন্ট শেষে যাতে তারা ঠিকঠাক দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করবে বোর্ড। বিসিবি ফ্র্যাঞ্চাইজির জন্য আর্থিক স্বচ্ছতার বিষয়ে কঠোর হবে, খেলোয়াড়দের সেফগার্ডিং ও পারিশ্রমিকের পদ্ধতি কঠোর করবে।

বিসিবির বার্তায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বিসিবির উদ্যোগ প্রমাণ করে বিপিএলের সততা নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি ক্রিকেটারদের পেশাদার অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিপিএলের পরিচালনা ও আর্থিক বিষয় শক্তিশালী করতে বোর্ড সকল স্টেকহোল্ডারদের সঙ্গে সর্বদা যুক্ত থাকবে।’



আরো পড়ুন