০৫ জানুয়ারী ২০২৫, রবিবার



সিরিয়ায় এয়ার ব্রিজ চালু করলো সৌদি আরব

ঢাকা বিজনেস ডেস্ক || ০২ জানুয়ারী, ২০২৫, ০১:০১ পিএম
সিরিয়ায় এয়ার ব্রিজ চালু করলো সৌদি আরব


সিরিয়ায় ত্রাণ সরবরাহের জন্য একটি বিমান সেতু (এয়ার ব্রিজ) চালু করেছে সৌদি আরব। বছরের পর বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত দেশটি পুনর্গঠনের জন্য নতুন নেতৃত্বের প্রচেষ্টাকে সমর্থন জানানোর জন্য এ পদক্ষেপ নিলো সৌদি আরব।  খবর আরব নিউজের।

বুধবার (১ জানুয়ারি) বিমান সেতুটির উদ্বোধন করা হয়। সৌদি আরবের ত্রাণ সহায়তা সংস্থা ‘কেএস রিলিফ’ আরব নিউজকে জানিয়েছে, ত্রাণসামগ্রী বহনকারী দুটি বিমান দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমান দুটিতে ‘কেএস রিলিফ’ টিমের সঙ্গে সঙ্গে খাদ্য, বাসস্থান ও চিকিৎসা সামগ্রী রয়েছে।

সৌদি ত্রাণ সংস্থাটির সুপারভাইজার জেনারেল ড. আব্দুল্লাহ আল-রাবিয়াহ বলেন, সিরিয় জনগণকে জরুরি ত্রাণ সহায়তার জন্য বুধবার চালু হওয়া বিমান সেতুটির পরে আগামীতে স্থল সেতুও স্থাপন করা হবে। তিনি বলেছেন, এই মানবিক উদ্যোগ বিশ্বব্যাপী অভাবীদের সমর্থন করার জন্য সৌদি আরবের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

এছাড়া তিনি ২০১১ সালে সিরিয়া সংকট শুরু হওয়ার পর থেকে দেশটির প্রতি সৌদি আরবের ধারাবাহিক সমর্থন এবং আন্তর্জাতিক মানবিক প্রচেষ্টায় তাদের উল্লেখযোগ্য ভূমিকাও তুলে ধরেন।

আল-রাবিয়াহ বলেন, কেএস রিলিফের মাধ্যম সৌদি আরব ক্রমাগতভাবে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত সিরীয়, প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া শরণার্থী এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে উত্তর সিরিয়ার ভূমিকম্পে দুর্গতদের সহায়তা প্রদান করেছে।

কেএস রিলিফের মতে, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সিরিয়ার জনগণের জন্য সৌদি আরবের মোট সহায়তার পরিমাণ ৮৫৬ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। 

এদিকে, একইদিনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌদি আরব সফরে গেছে।  স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) রাতে তারা রিয়াদে পৌঁছান। 



আরো পড়ুন