চলতি বিপিএলের প্রথম দিন রংপুরের কাছে হেরেছিল ঢাকা ক্যাপিটাল। এবার ঢাকা হারলো রাজশাহীর কাছে। বৃহস্পতিবার দুপুরের ম্যাচে তারা হেরেছে ৭ উইকেটে। ১১ বল হাতে রেখেই জয় পায় রাজশাহী।
বিজয়ী দলের পক্ষে তাসকিন একাই নেন ৭ উইকেট। ম্যান অব দি ম্যাচও হয়েছেন তিনি। আর ওই ৭ উইকেট নিয়ে এক ইনিংসে টি টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রেকর্ডের মালিক তিনি। ১৯ রান দিয়ে তাসকিন পেয়েছেন ওই উইকেটগুলো।
আগে ব্যাট করে ঢাকা ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছিল। ঢাকার পক্ষে লিটন শূন্য, তানজিদ ৯, ইসকেনাজি ৪৬ (২৯), শাহাদাত ৫০ (৪১), থিসারা ২১ (৯), শুভম রঞ্জনি ২৪ (১৩), চতুরঙ্গ ১, আলাউদ্দিন বাবু (১৩), মুকিদুল শূন্য, নামজুল ইসলাম ১ এবং মোস্তাফিজ ১ রান করেন।
রাজশাহীর তাসকিন একাই ধ্বসিয়ে দেয় ঢাকাকে। শীতের দুপুরে আগুনে বোলিংয়ে ৪ ওভারে ১৯ রান খরচায় তিনি নেন ৭ উইকেট। মোহর শেখ এবং হাসান মুরাদ একটি করে উইকেট পান।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩১ রানেই দুই উইকেট হারায় রাজশাহী। হারিস ১২ এবং জিসান শূন্য রানে ফিরে যান। ইয়াসির আলী করেন ২০ বলে ২২ রান। তবে রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় মাত্র ৪৬ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতান তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন আরেক অপরাজিত ব্যাটার রায়ান বার্ল, তিনি করেন ৩৩ বলে ৫৫। জয়ের জন্য যখন ২ রান দরকার, বিজয় তখন ছক্কা মেরে বিজয় নিশ্চিত করেন। রাজশাহীর স্কোর গিয়ে দাঁড়ায় ৩ উইকেটে ১৭৯।
দুই ম্যাচে এটি রাজশাহীর প্রথম জয়। অন্যদিকে দুই ম্যাচের দুটোতেই হারলো শাকিব খানের ঢাকা ক্যাপিটাল।