আমার বসবাস গুপ্ত ঘাতকের সাথে
আমি নিত্য খাই হত্যাকারীর পাতে।
যে সর্বদা আমার পাশে থাকে
আমার ঘুম ভাঙে যার ডাকে।
যে আমায় আগলে রাখে
আমায় নিয়ে সে ব্যস্ত থাকে।
আমি যার দৃষ্টির সীমানায়
যার সাথে সবচেয়ে ভালো মানায়।
চিন্তা-চেতনায় যাঁর আমি
দৃষ্টিতে তাঁর সবার চেয়ে দামি।
সে, আমার হালালের –আলাল
আবেগের নৌকার রঙিন পাল।
ভাড়াটিয়া কৃষক এক স্বপ্নভূমির
খাল কেটে আনা লালিত কুমির।
আমি নাকি, সর্বদা তাঁর ছায়া,
আমার জন্য সবচেয়ে বেশি মায়া।
আমি আত্মীয় তাঁর আত্তার,
অধিকারে মেশে যাঁর সত্তার।
সে তো একই বিছানায় রয়,
সত্যিকারে কী তাঁর পরিচয়?
দুজনার তো একই বাড়ি!
কাবিন নামায় বাঁধা নাড়ি।
তবু বলি,
সে আমার স্বপ্ন হত্যাকারী!