২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



মালয়েশিয়ায় পোশাক কারখানা থেকে ৩৫ বাংলাদেশি আটক

ঢাকা বিজনেস ডেস্ক || ১৪ ডিসেম্বর, ২০২৪, ০২:১২ পিএম
মালয়েশিয়ায় পোশাক কারখানা থেকে ৩৫ বাংলাদেশি আটক


মালয়েশিয়ায় পোশাক কারখানায় অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে ৩৫ বাংলাদেশিসহ ৫০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুরের চেরাসে এই অভিযান শুরু হয়। যেখানে গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা এটি পরিচালনা করেন।

গত ২ সপ্তাহ ধরে জনগণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান দলটি ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একজন ৪৬ বছর বয়সি বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করে। তাকে কোম্পানির ম্যানেজার হিসেবে সন্দেহ করা হয় এবং অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়াও ওই প্রতিষ্ঠান থেকে ৩৪ জন বাংলাদেশি পুরুষ ও ১৫ জন মিয়ানমারি নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে।

অভিযানে ৪০টি কার্ড এবং সেলাইয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। পোশাক কারখানাটি গত ২ বছর ধরে পরিচালনা করে আসছে বলে জানা যায়।

এদিকে কোম্পানির ম্যানেজার ওই বাংলাদেশিকে দেশটির ইমিগ্রেশন আইন ১৯৬৯/৬৩ এর ধারা ৫৫বি ও ৫৫ ই অনুযায়ী অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, অন্যান্য বিদেশি নাগরিকদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩) এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ এর ধারা ৩৯(বি) অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বুকিত জালিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।



আরো পড়ুন