২৬ জুন ২০২৪, বুধবার



হিলিতে টিসিবির পণ্য বিক্রি শুরু

হিলি (দিনাজপুর) করেসপন্ডেন্ট || ২৫ অক্টোবর, ২০২৩, ০৩:১০ পিএম
হিলিতে টিসিবির পণ্য বিক্রি শুরু


দিনাজপুরের হিলিতে ভর্তুকি মূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে  ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি শুরু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) হিলি চারমাথা মাইক্রো স্ট্যান্ডে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ট্যাগ অফিসার উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাহেবুর রহমান। 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ঢাকা বিজনেসকে বলেন, ‘হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫৭১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামেলি কার্ডধারী) মাঝে ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ৫ কেজি চালসহ একটি প্যাকেজ ৪৭০ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। আগামী তিন দিন পর্যায়ক্রমে পৌরসভার ৯ টি ওয়ার্ডে টিসিবি পণ্য বিতরণ করা হবে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন