০২ ডিসেম্বর ২০২৪, সোমবার



হিলিতে পেঁয়াজের ঝাঁজ কেমন

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ২৮ নভেম্বর, ২০২৪, ০১:১১ পিএম
হিলিতে পেঁয়াজের ঝাঁজ কেমন


দিনাজপুরের হিলিবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। এতে খুচরা বাজারে একদিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা।  বুধবার (২৭ নভেম্বর) ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম একটু কমেছে। তবে ৫০ টাকার নিচে নামলে সাধারণ ক্রেতাদের জন্য ভালো হতো।

এদিকে, বিক্রেতারা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বেশি হওয়ায় ভারতীয় পেঁয়াজের দাম ৮০ টাকা থেকে ৭০ টাকায় নেমে এসেছে। তবে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে হিলিবাজারে পেঁয়াজ কিনতে আসা মো. মতিয়ার রহমান বলেন, এক সপ্তাহ আগে তো পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠেছিল। ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে কিনতে হয়েছি। আগের দিন বুধবারও বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। আর বৃহস্পতিবার ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। 

আরেক ক্রেতা মো. তোফাজ্জল হোসেন বলেন, পেঁয়াজের দাম একটু কমেছে। ১০০ টাকা থেকে ২০ টাকা কমে ৮০ টাকা কেজি দরে গতকাল বুধবার কিনেছি। আজ (বৃহস্পতিবার) কেজিতে আরও ১০ টাকা কম দামে ৭০ টাকা কেজি দরে কিনলাম। তবে এ সময় ৫০ টাকার নিচে কেজি হলে সাধারণ ক্রেতাদের জন্য ভালো হতো। 

পেঁয়াজ বিক্রেতা মো. ফেরদৌস রহমান বলেন, বর্তমানে হিলিবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। তাই দামও কিছুটা কমেছে। মঙ্গলবার ৭০ টাকা কেজি দরে কিনে ৮০ টাকায় বিক্রি করি। আর বুধবার ৬৫ টাকা কেজি দরে কিনে ৭০ টাকা দরে বিক্রি করছি। তবে দেশি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। 

হিলি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী ঢাকা বিজনেসকে বলেন, মঙ্গলবার (২৬ নভেম্বর) হিলিবন্দর দিয়ে কোনো পেঁয়াজ আমদানি না হলেও বুধবার একদিনেই ৪১ ট্রাকে ১ হাজার ২০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। 



আরো পড়ুন