০৫ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার



গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিতে নাকাল দিনাজপুর

আনোয়ার হোসেন বুলু দিনাজপুর || ২৬ অক্টোবর, ২০২৪, ০২:১০ পিএম
গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিতে নাকাল দিনাজপুর


গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে নাকাল হয়ে পড়েছে দিনাজপুরে হিলিবাসী। শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে শুরু হয়েছে এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। তারা কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও কাজ না পেয়ে অলস সময় পার করছেন। অটোবাইক চালকরা সকাল থেকে এ রাস্তা সেই রাস্তা ঘোরাঘুরি করলেও মিলছে না যাত্রী। 

কাজের সন্ধানে আসা শ্রমিক মো.আনিসুর রহমান বলেন, সকাল থেকে কাজের জন্য বসে আছি। কোনো কাজ মিলছে না। তাই সকাল দশটায় বাড়ি ফিরে যাচ্ছি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মানুষ আমাদের কাজে নিচ্ছে না। 

অটোবাইক চালক মো.আকবর হোসেন বলেন, সকাল আটটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেও অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। কিন্তু কাঙ্ক্ষি যাত্রী মিলছে না। দুপুর বারোটা পর্যন্ত ১৫০ টাকা আয় করেছি। এখন তো সড়কের যাত্রী দেখছি না। তাই বাড়ি ফিরে যাচ্ছি। যা আয় হয়েছে, তা দিয়ে বিদ্যুৎ বিলটা পরিশোধ করা যাবে। এই আশায় বের হওয়া। 

স্থানীয় বাসিন্দা মো.জয়নুল আবেদিন ঢাকা বিজনেসকে  বলেন, আজ শনিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন না। অনেকে ছাতা মাথায় দিয়ে সকাল সকাল প্রয়োজনীয় বাতাস সেরে বাড়ি ফিরেছেন।  তিনি আরও বলেন, আমি নিজেও হাতা নিয়ে বাজারে এসেছিলাম। কিছু সবজি কিনে বাড়ি ফিরছি। 

 



আরো পড়ুন