২০ অক্টোবর ২০২৪, রবিবার



বিদেশ থেকে পরীক্ষা দিয়েছেন ২৮২ জন, পাস করেছেন ২৬৯ জন

ঢাকা বিজনেস ডেস্ক || ১৫ অক্টোবর, ২০২৪, ১২:১০ পিএম
বিদেশ থেকে পরীক্ষা দিয়েছেন ২৮২ জন, পাস করেছেন ২৬৯ জন


এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার বিদেশে অবস্থিত পরীক্ষাকেন্দ্রে অংশ নেন ৮ দেশের ২৮২ শিক্ষার্থী। আর পাস করেছেন ২৬৯ জন। সেই হিসেবে পাসের হার ৯৫ দশমিক ৩৯। তিনটি প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া সব (শতভাগ) শিক্ষার্থী পাস করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। সেই ফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮। 

গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪। সেই হিসেবে পাসের হারও কিছুটা কমেছে। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এবার বেড়েছে।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনের কারণে বাকি পরীক্ষাগুলো বাতিল হয়। 

সূচি অনুযায়ী মোট ৬১ বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি ছিল। 



আরো পড়ুন