১৪ অক্টোবর ২০২৪, সোমবার



ভিসা নিয়ে বিপাকে পড়লেন পরীমনি

ঢাকা বিজনেস ডেস্ক || ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৯ এএম
ভিসা নিয়ে বিপাকে পড়লেন পরীমনি


ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি নিজের প্রত্যাহিক জীবনের আনন্দ-বেদনার সব কথাই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এবার ভিসা জটিলতা নিয়ে বিপাকে পড়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। সম্প্রতি শুটিংয়ের কাজে কলকাতায় গিয়েছিলেন পরীমনি। সে সময় সেখানে ‘ফেলুবকশি’ সিনেমার দৃশ্যধারণে অংশ নেন অভিনেত্রী।

তবে পুরো কাজ শেষ না করে দেশে ফিরে আসেন তিনি। এখন সেই কাজের বাকি অংশের জন্য আবারও কলকাতায় যাওয়া দরকার। কিন্তু ভারতের যাওয়ার ভিসা নিয়ে জটিলতায় পড়েছেন পরীমনি।

নায়িকা বলেন, ‘আমার আগের ভিসার মেয়াদ শেষ হয়েছে। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতে পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।’

উল্লেখ্য, ‘ফেলুবকশি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। সিনেমাটিতে সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারকেও দেখা যাবে। এটি নির্মাণ করেছেন করেছেন দেবরাজ।



আরো পড়ুন