রাওয়ালপিন্ডি টেস্টে ভালো সূচনা পেয়েছে বাংলাদেশ। দলকে আর্লি ব্রেকথ্রো এনে দিয়েছেন দুই পেসার হামসান মাহমুদ ও শরিফুল ইসলাম। ১৬ রানেই নেই পাকিস্তানের ৩ উইকেট। প্রথম উইকেট হাসান মাহমুদ নিলেও পরের দুটি নিজের ঝুলিতে ভরেছেন শরিফুল। অনেক দিন পর টেস্টে ভালো একটা সূচনা দেখল টাইগার ভক্তরা।
বৃষ্টির কারণে টস দেরিতে হয়েছিল। বাংলাদেশ সময় বিকেল ৩ টায় টস হয়। তাতে জয়ী হন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন, এদিকে টানা ৫ দিনই বৃষ্টির শঙ্কা; তাই টস জিতে ফিল্ডিংই ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত। হয়েছেও তাই।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচ। দলীয় চতুর্থ ওভারে মাত্র ৩ রানের মাথায় বিদায় নেন পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক। ১৪ বল খেলে ২ রান করেন তিনি। হাসান মাহমুদের বলে ক্যাচটি নেন জাকির হাসান। চতুর্থ ওভারের তৃতীয় বলে ক্যাচ আউট হন শফিক।
৭ম ওভারের শেষ বলে শান মাসুদকে প্যাভিলিয়নে ফেরান শরিফুল ইসলাম। দলের রান তখন ১৪। শরিফুলের বলে ক্যাচ নেন উইকেট কিপার লিটন দাস। নিজের পরের ওভারে, দলীয় ৯ম ওভারের দ্বিতীয় বলে ঠিক একইভাবে বাবর আজমকে শূন্য রানে ফেরান শরিফুল, ক্যাচ ধরেন সেই লিটন। দলের রান সেসময় ১৬।
এ রিপোর্ট লেথা পর্যন্ত ১৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫১ রান।
বিশ্বকাপের পর লম্বা বিরতি দিয়ে মাঠে ফিরল টিম টাইগার। ক্রিকেট ভক্তরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন।
ভিন্ন দুটি ভেন্যুতে হওয়ার কথা থাকলেও নিরাপত্তা এবং মাঠ সংস্কার ইস্যুতে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতেই হচ্ছে দুটি টেস্ট।