২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



টাঙ্গাইলে ঝিনাই নদীর পানি বিপৎসীমার ওপরে

টাঙ্গাইল সংবাদদাতা || ০৪ জুলাই, ২০২৪, ০৬:৩৭ এএম
টাঙ্গাইলে ঝিনাই নদীর পানি বিপৎসীমার ওপরে


বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইল জেলার ওপর দিয়ে প্রবাহিত সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে ঝিনাই নদীর পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, অন্যান্য নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। 

বৃহস্পতিবার সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে  ৪৪ সেন্টিমিটার,  ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৪০ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৪৭ সেন্টিমিটার, ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রিজ পয়েন্টে ১৯ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ৮ সেন্টিমিটার, মির্জাপুর  পয়েন্টে  ১১ সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে ১৩ সেন্টিমিটার বেড়েছে। 

পানি বাড়ার কারণে নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে নদীতীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকার ফসলি জমির পাট, তিলসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। এদিকে, পানি বৃদ্ধির কারণে কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন আরও তীব্র হয়েছে।

ঢাকা বিজনেস/নোমান/ 



আরো পড়ুন