০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

চুয়াডাঙ্গা সংবাদদাতা || ০১ আগস্ট, ২০২৩, ১০:৩৮ এএম
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির  দায়ে  ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে জীবননগর বাজার ও চ্যাংখালী রোড এলাকায় এই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মো. সজল আহম্মেদ অভিযানটি পরিচালনা করেন । 

উপ-পরিচালক বলেন, নিউ মার্কেটের মেসার্স গাজী স্টোর থেকে মেয়াদ উত্তীর্ণ পণ্যসহ কোমল পানীয় জব্দ করা হয়। এছাড়া মেয়াদ, মুল্য বিহীন ও অবৈধ বিদেশি পণ্য বিক্রয় করাসহ অন্যান্য অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আবুল কাশেমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স তাজুল স্টোরের মালিকে নাজমুল হককে মেয়াদ ও মুল্য বিহীন নিম্নমানের পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সজল আহম্মেদ বলেন, জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয়। পরে ব্যবসায়ী ও জনসাধারণকে বাজারে খোলা তেল ক্রয় বিক্রয় বন্ধের বিষয়ে সতর্ক করা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা  বিজনেস/এমএ/



আরো পড়ুন