২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

টাঙ্গাইল সদরে ভিসতার শো-রুম উদ্বোধন করলেন ইলিয়াস কাঞ্চন

ঢাকা বিজনেস ডেস্ক || ২৫ মে, ২০২৪, ০৫:৩৫ এএম
টাঙ্গাইল সদরে ভিসতার শো-রুম উদ্বোধন করলেন ইলিয়াস কাঞ্চন


টাঙ্গাইল সদরে উদ্বোধন করা হলো দেশীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ভিসতার নিজস্ব শো-রুম। শুক্রবার (২৪ মে) দুপুরে টাঙ্গাইল সদরের বুলবুল কমপ্লেক্সে  এই শো-রুম উদ্বোধন করেন ভিসতার পরিচালক, ‘নিরাপদ  সড়ক চাই’-এর চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। 

এ সময় উপস্থিত ছিলেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. লোকমান হোসেন আকাশ ও ভিসতার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টাঙ্গাইলের করটিয়া বাজারের এই শো-রুমে পাওয়া যাবে ভিসতার অ্যান্ড্রয়েড টিভি, এসি, রেফ্রিজারেটর, গ্রাইন্ডার মিক্সার ও রাইস কুকারসহ সব ধরনের হোম অ্যাম্প্লায়েন্স। 



আরো পড়ুন