২৬ জুন ২০২৪, বুধবার



ইসরাইলি হামলায় হিজবুল্লাহর ৫ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক || ২১ মে, ২০২৪, ০৫:০৫ পিএম
ইসরাইলি হামলায় হিজবুল্লাহর ৫ সদস্য নিহত


দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহর ও গ্রামে বিমান হামলা চালিয়েছে  ইসরাইল।  সোমবার (২০ মে) হামলায়  সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাঁচ সদস্য নিহত হয়েছেন। লেবাননের সামরিক বাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে। মঙ্গলবার (২১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের সামরিক সূত্রের বরাত দিয়ে সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, ইসরাইলের যুদ্ধবিমান লেবাননের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাকোরায় চারটি হামলা চালায়। এতে হিজবুল্লাহর দুই সদস্য নিহত এবং তিনজন আহত হন।

সামরিক সূত্রটি আরও জানায়, ইসরাইলি সেনাবাহিনী মেস আল-জাবালের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গ্রামে দুটি অভিযান চালায়। এতে হিজবুল্লাহর দুই সদস্য নিহত এবং একজন আহত হয়।



আরো পড়ুন