২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



হারতে হারতে জিতলো বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ ভারত

ক্রীড়া ডেস্ক || ০৪ অক্টোবর, ২০২৩, ১০:৪০ এএম
হারতে হারতে জিতলো বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ ভারত


এশিয়ান গেমস-এ পুরুষ ক্রিকেটে সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। মাত্র ২ রানে কোয়ার্টার ফাইনালে তারা হারালো মালয়েশিয়াকে। বলা চলে নিশ্চিত হারের কবল থেকে জিতে গেছে বাংলাদেশ। হারলে এক ম্যাচ খেলেই ফিরতি বিমান ধরতে হতো বাংলাদেশকে। এবার সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। 

চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টারে জায়গা পায় বাংলাদেশ। বুধবার (৪ অক্টোবর) সকালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাইফ হাসান। কিন্তু স্লো-ডাম্প উইকেটে ব্যাটসম্যানরা খাবি খেতে থাকেন। টি-টোয়েন্টি ফরমেটে হচ্ছে গেমসের ক্রিকেট ইভেন্ট।

বাংলাদেশ দল দুঃস্বপ্নের ব্যাটিংএ শূন্য রানে হারায় প্রথম উইকেট। কোনো বল না খেলেই রান আউটে কাটা পড়েন মাহমুদুল হাসান জয়। অতিরিক্ত খাত থেকে পাওয়া ১ রানে পড়ে দ্বিতীয় উইকেট; ৮ বল খেলে শূন্য রানে এলবিডব্লিউ হন পারভেজ হোসেইন ইমন। ২.৫ ওভারে দলের রান যখন ৩, ঠিক তখন পড়ে তৃতীয় উইকেট। আউট হন জাকির হাসান; তিনি ৬ বল খেলে করেন ১ রান। দলীয় ৪১ রানে আউট হন আফিফ হোসেন। টাইগারদের পক্ষে টি টোয়েন্টি মেজাজে খেলা একমাত্র ব্যাটসম্যান ছিলেন তিনিই, ১৪ বলে করেন ২৩ রান। ওয়ানডে স্টাইলে খেলা অধিনায়ক সাইফ দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ৫২ বলে। ছিলেন অপরাজিত। তবে হাতে এতগুলো ইউকেট থাকার পরও রানের গতি বাড়াতে পারেননি তিনি। আরেক ব্যাটসম্যান শাহাদাত ২৬ বলে করেছেন ২১ রান। দলীয় ৮৬ রানে আউট হন শাহাদাত। ১৪ বলে ১৪ রান করে জাকির আলী ছিলেন অপরাজিত। অতিরিক্ত থেকে আসে ৭ রান। ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৬ রানে আটকে যায় বাংলাদেশ দল।

জবাব দিতে নেমে ভালোই শুরু করে মালয়েশিয়া। তবে ১৪ রানে পড়ে তাদের প্রথম উইকেট। ১৮ রানে পর পর ২ বলে ২ উইকেট নেন আফিফ। মালয়েশিয়ার চতুর্থ উইকেট পড়ে ৩৮ রানে। ৭২ রানে আবার জোড়া আঘাত হানেন রিপন মন্ডল। এরপর মালয়েশিয়াকে জয়ের দিকে নিতে থাকেন বিরেনদ্বীপ সিং। শেষ ২ ওভারে জেতার জন্য মালয়েশিয়ার দরকার ছিল মাত্র ১০ রান, শেষ ওভারে ৫ রান। ওই দুই ওভারেই ভালো বল করেন রিশাদ এবং আফিফ। রিশাদ ১৯ তম ওভারে ৫ রান দিলেও একটা উইকেট পান। অন্যদিকে শেষ ওভারে খেলা ঘুরিয়ে দেন আফিফ। প্রথম ৩ বল ডট করেন। পরের বলে নেন বিরেনদ্বীপ সিং এ্রর সবচেয়ে মূল্যবান ইউকেট। মালয়েশিয়ার এই বিপদজনক ব্যাটার ক্রিজে থাকলে শেষ দুই বলে ম্যাচ বের করে নিতে পারতেন। এর আগেই তিনি চারটি ছক্কা মেরেছিলেন। বিরেনদ্বীপ আউট হওয়ার পরের দুই বলে মাত্র দুই সিঙ্গেল দিয়ে ইনিংস শেষ করেন আফিফ। ১১৪ রানে আটকে যায় মালয়েশিয়া। 

বাংলাদেশের সমর্থনকারী যারা খেলার দিকে নজর রাখেছিলেন- মাঝে হাল ছেড়ে দিয়েছিলেন তারা। আর শেষের দিকে মালয়েশিয়া জিতে যাচ্ছে বলেই মনে হচ্ছিল। 

তবে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ব্যাটিং। টেস্ট মেজাজের ব্যাটিং, আর ক্রিজে গিয়ে উইকেট ছুঁড়ে দেয়ার রোগ সারানো না গেলে সেমিতে ভারতের কাছে হারতে হবে। এর আগে একবার এশিয়ান গেমস এ সোনা পেয়েছিল বাংলাদেশ পুরুষ দল। এবার কোনো মতে প্রথম ম্যাচের ফাঁড়া কাটলেও পরের ম্যাচে কি হবে কে জানে। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন