দেশীয় অ্যারিস্টক্র্যাট ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ভিসতার এসি (এয়ার কন্ডিশন) দিচ্ছে ২০ শতাংশ মূল্য ছাড়।
ভিসতার হেড অব করপোরেট সেল্স সোহেল আহমেদ বলেন, ‘ভিসতার সব ধরনের এসিতে ২০ শতাংশ মূল্য ছাড় থাকছে। তবে, অ্যাংগেল গ্রাহককে কিনতে হবে। অথবা অ্যাংগেলের মূল্য পরিশোধ করলে আমরা ব্যবস্থা করে দেবো।’
সোহেল আহমেদ আরও বলেন, ‘ভিসতা এসি কিনলে গ্রাহকরা আরেকটা বিশেষ সুবিধা পাচ্ছেন। সেটি হলো ভিসতা এসি ইনস্টলেশনে আমরা কোনো ফি নিচ্ছি না। সম্পূর্ণ ফ্রি অব কস্টে আমরা এসি ইনস্টল করে দিচ্ছি।’
হেড অব করপোরেট সেল্স বলেন, ‘আমাদের এসি দেশে তৈরি। এই এসির কম্প্রেসার জার্মানির। এটি ফাস্ট কুলিং। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ীও। ফলে গ্রাহক এই এসি কিনে আর্থিকভাবে যেমন লাভবান হবেন, তেমনি মিলবে উন্নত সেবাও।’