২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

শফিক আজিজ পাচ্ছেন ‘আন্ওয়ার আহমদ স্মৃতিপদক’

ঢাকা বিজনেস ডেস্ক || ২৩ এপ্রিল, ২০২৪, ১০:৩৪ এএম
শফিক আজিজ পাচ্ছেন ‘আন্ওয়ার আহমদ স্মৃতিপদক’


লিটল ম্যাগাজিন ‘কার্পাস’ সম্পাদনার জন্য কবি শফিক আজিজকে ২০২৩ সালের ‘কবি সম্পাদক আ্নওয়ার আহমদ স্মৃতিপদক’ এর জন্য মনোনিত করেছে বগুড়া লেখক চক্র। বগুড়া লেখক চক্রের কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

লিটল ম্যাগাজিন সম্পাদনার জন্য ২০১০ সাল থেকে কবি আন্ওয়ার আহমদ স্মরণে বগুড়া লেখক চক্র এই স্মৃতিপদক প্রদান করে আসছে। আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) বিকালে বগুড়ায় আনওয়ার আহমদের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিতব্য স্মরণসভায়  এই স্মৃতিপদক দেওয়া হবে। 

 স্মরণসভায় কবিপুত্র নাজিম আনওয়ার রূপমসহ কবি সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, কবি সম্পাদক কবি আন্ওয়ার আহমদের জন্ম ১৯৪১ সালের ১৩ মার্চ বগুড়ায়। তিনি ২৪ ডিসেম্বর ২০০৩ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। 

 




আরো পড়ুন